ফ্রি ফরেক্স শিখুন আর সাথে প্রতিদিন কমপক্ষে ১০ ডলার করে আয় করুন
এই সিস্টেমটা অনেকেরই জানা, যাদের জানা নাই তাদের জন্য এই পোস্ট । বিশেশ করে নতুনদের জন্য এটা তাদের অনেক উপকার করবে এবং তাদের ডিপজিট প্রব্লেম টা দূর করতে পারবে ইনশাআল্লাহ । নতুনদের বলায় পুরান বস রা
আবার রাগ কইরেন না আসলে এটা আমাদের সবার জন্নই খুবই জরুরী একটা প্রক্রিয়া কারন আমরা প্রায় ৯৫ % ট্রেডার ই ফরেক্স এ সাফল্য আনতে পারিনা এই ক্ষেত্রে যদি নিজের পকেট এর টাকা ছাড়া ট্রেড করতে পারি তাহলে এটা কি খারাপ দেখায় ?
আমার উপস্থাপনে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন দয়া করে । এবং কারো যদি ভালো লাগেনা তাহলে অফ যান বাট বাজে কমেন্ট করবেন না দয়া করে ।
আমরা অনেকেই জানি ফরেক্স এর বিভিন্ন ফোরাম আছে যে ফোরাম গোলাতে উপযুক্ত মন্তব্য পেশ করলে তারা আমাদেরকে ২০ অথবা ৩০ সেন্ট করে প্রদান করে থাকে । তাদের ফোরামে বিভিন্ন টপিক থাকবে সেই টপিক এর উপর ভিত্তি করে আপনাকে কমেন্ট করতে হবে । যেমন -
1. Demo is important or not?
2. Withdraw your profit or not?
3. Do you use stop loss?
এই ৩ টা আলাদা আলাদা টপিক এবং টপিক গুলো এই টাইপের থাকবে এবং আপনাকে টপিকের উপর ভিত্তি করে কমেন্ট করতে হবে । প্রত্যেক কমেন্টের জন্য ২০ অথবা ৩০ সেন্ট করে পাবেন এটা একেক ফোরাম এ একেক রকম ।
এই ফোরাম গুলোর কিছু বিশেশ রোলস আছে যা আমাদের প্রতিতা সময় মেনে চলতে হবে একটু এদিক সেদিক হলেই ব্যান করে দিবে । সেই রোলস গোলা আমি সঙ্কেপে বলি ।
১। একটা পিসি থেকে আপনি একটাই একাউন্ট করতে পারবেন ।
২। কোন ধরনের স্পামিং করলে সাথে সাথে ব্যান করবে নিরবে ।
৩। কোন মেম্বারের কমেন্ট কপি পেস্ট করলেই ব্যান খাবেন ।
৪। কোন মিথ্যা , অশ্লিল কিছু পোস্ট করা যাবে না ।
৫। প্রত্যেক কমেন্ট এর ফন্ট সাইজ ২ এবং কমেন্ট ১ থেকে দের লাইন হতে হবে টপিক বুঝে ।
আরো অনেক কিছু আছে যা আপ্নারা সাইট ভিসিট করলে জানতে পারবেন ।
আখন আসি প্যামেন্ট কেমনে দিবে –
ধরুন আপনি এই পুরা মাসে ১০০০ টি পোস্ট করেছেন যার ফলে আপনি ১000*৩০ সেন্ট = ৩০০ ডলার পাবেন ।
কোথায় যাবে এই ডলার গোলা ???? হা বলছি কোথায় যাবে –
আপনাকে প্রথমে Instaforex এ একটা Account খুলতে হবে এবং খুলার সময় Affiliate code এ portalforum একসাথে লিখতে হবে এবং এই Account টা ফোরাম এ লিঙ্ক করতে হবে এবং একটা ফোরাম এ এক্টাই লিঙ্ক করতে পারবেন একাউন্ট ওপেন হয়ে গেলে আপনার মোবাইল ও মেইলে একাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড চলে যাবে সেগুলো যত্নসহকারে সংরক্ষন করুন। এবং অবশ্যই পরবর্তিতে ভোটার আইডি ও বিদ্যুৎ বিলের স্ক্যান করা কপি দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
এবং ২ মাসের মধ্যে তা চেঞ্জ করতে পারবেন না এবং তা করার পর প্রতি মাসের ১ থেকে ৮ তারিকের মধ্যে আপনার instaforex account ডলার জমা হয়ে যাবে যা দিয়ে আপনি দস্তুর মত ট্রেড করতে পারবেন কোন রিস্ক ছাড়া কিন্তু withdraw দিতে পারবেন না যতক্ষন না আপনি প্রফিট করতে পারবেন । আপনি প্রফিট করার সাথে সাথেই তা withdraw দিতে পারবেন । ধরুন আপনি বোনাস পেয়েছেন ৩০০ ডলার এখন ৩০০ এর উপরে যত ডলার আপনি করতে পারবেন সব আপনার ।
সবচেয়ে বড় সুবিধা হচ্চে আপনি প্রথম মাসে যদি ৩০০ ডলার করেন তাহলে ছোট ছোট ট্রেড করুন আর সাথে ফোরাম পোস্ট করুন তাহলে ২য় মাসে আরো বোনাস জমা হবে এতে করে আপনি আপনার ব্যালেন্স অনেকটা বাড়িয়ে নিতে পারবেন
যেহেতু একটাই একাউন্ট লিঙ্ক করতে পারবেন তাই আমি আপনাদের ৩ তা ফোরাম এর লিঙ্ক দিব যাতে করে ৩ তা ফোরাম এ একই ইন্সটা একাউন্ট এড করতে পারবেন ।
ইন্ডিয়ার ফোরাম এর জন্য এখানে ক্লিক করুন এটা থেকে ৩০ সেন্ট পাবেন প্রতি কমেন্টের জন্য ।
GCFX .35 সেন্ট দিচ্ছে এখানে ক্লিক করুন
ইন্সটাফরেক্স এর মেইন ফোরাম MT5 এখানে ক্লিক করুন এতাতেও পাবেন ২০ সেন্ট করে ।
GREEN FX দিচ্ছে ০.৪০ চেণ্ট কোরে এখানে ক্লিক করুন
এবার ফোরাম সাইটে প্রবেশ করে আপনার প্রোফাইল নেমের উপর ক্লিক করুন>
বোনাস ফর পোষ্ট এ ক্লিক করুন> এ্যটাচ একাউন্ট এ ক্লিক করে একাউন্ট
নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে এটাচ করে ফেলুন।
Search engine optimization (SEO) is the process of affecting the visibility of a website or a web page in a search engine's "natural" or un-paid search results. In general, the earlier (or higher ranked on the search results page), and more frequently a site appears in the search results list, the more visitors it will receive from the search engine's users. SEO may target different kinds of search, including image search, local search, video search, academic search, news search and industry-specific vertical search engines.
ReplyDeleteAs an Internet marketing strategy, SEO considers how search engines work, what people search for, the actual search terms or keywords typed into search engines and which search engines are preferred by their targeted audience. Optimizing a website may involve editing its content, HTML and associated coding to both increase its relevance to specific keywords and to remove barriers to the indexing activities of search engines. Promoting a site to increase the number of backlinks, or inbound links, is another SEO Forum tactic.